সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল ও বিজিবি মোতায়েন
প্রকাশিতঃ 2:37 pm | November 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও রাজধানীতে র্যাবের ১৬০টি ও সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও রাজধানীতে র্যবের ১৬০টি-সহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন করা হয়েছে।
এদিকে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এর আগে হরতালের পর ৭২ ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় তারা। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো।
কালের আলো/ডিএস/এমএম