আজ লেখক শারমিন সুলতানা তন্বীর জন্মদিন
প্রকাশিতঃ 8:37 am | November 07, 2023
সাহিত্য ডেস্ক, কালের আলো:
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। লেখনির মধ্যেই সমাজে, মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান লেখক শারমিন সুলতানা তন্বী। তিনি একজন স্বপ্নদ্রষ্টা। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা করেন। প্রচণ্ড আশাবাদী একজন মানুষ তিনি।
আজ ০৭ নভেম্বর সেই স্বপ্নবাজ প্রিয় লেখকের জন্মদিন। জন্মদিনে প্রিয় লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।
শারমিন সুলতানা তন্বী ১৯৯০ সালের ৭ই নভেম্বর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার রামগতি থানার জমিদারহাট গ্রামে। বাবার চাকরির সুবাদে তার শিক্ষাজীবন একাধিক শহরে অতিবাহিত হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলা ভাষা ও সাহিত্য’ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাবার শিক্ষকতা পেশা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেও শিক্ষকতাকেই পেশা হিসেবে নিয়েছেন। তার লেখালেখির মূল প্রেরণা তার পরিবার, বিশেষ করে ভাই ও স্বামী। বর্তমানে তিনি নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত থাকলেও ২১ ফেব্রুয়ারি ২০১৮ তার প্রকাশিত প্রথম বই।
দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ লেখক শারমিন সুলতানা তন্বীর আজ ৩৩ তম জন্মদিন। তিনি নিরবচ্ছিন্নভাবে লিখে যাচ্ছেন। মধ্যবিত্তের ছোট ছোট সুখ আর বড় বড় দুঃখকে পরম আদরে সাহিত্য বানিয়েছেন তিনি। আর সেইসব আদরমাখা লেখা পড়ে এই প্রজন্মের অনেকের চোখে জল ঝরেছে। সমাজের বড় বড় অসংগতি খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর কথাসাহিত্যে।
এই পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থাবলী হলো: ২১ ফেব্রুয়ারি ২০১৮, নজরুল ভাবনা ও অন্যান্য প্রসঙ্গ, করোনো কালের কবিতা।
আরেকবার জন্মদিনের শুভেচ্ছা রইলো প্রিয় লেখকের প্রতি। আজকের এই দিনের সব ফুল-আনন্দ-হাসি শুধু আপনার জন্য। আমাদের পক্ষ থেকে সব ভালোবাসা-শ্রদ্ধা ও শুভকামনা আপনার জন্য। সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন।
কালের আলো/আব্দুল হামিদ