প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার আহ্বান সালাম মূর্শেদী এমপি’র
প্রকাশিতঃ 9:41 pm | November 05, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে রূপসা উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রবিবার (৫ নভেম্বর) রূপসার সরকারী বঙ্গবন্ধু কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, সাহসী ও সৎ নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে এবং বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের কাছে বিস্ময়, উল্লেখ করে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে এমনটি জানিয়ে তিনি বলেন, ‘একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। করোনাকালেও সব বাধা অতিক্রম করে মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়।’
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন।
কালের আলো/বিএসবি/এমএন