বনশ্রীতে বাসে আগুন, দগ্ধ চালক বার্ন ইনস্টিটিউটে ভর্তি

প্রকাশিতঃ 11:41 am | November 05, 2023

ঢামেক প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন গাড়ির চালক সবুজ (৩০)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সবুজের স্ত্রী রাশেদা বলেন, ‘আমার স্বামী অছিম পরিবহন বাসের ড্রাইভারি করে। সকাল ৭টার দিকে বাসে আগুন দেওয়ার কথা জানতে পারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। বর্তমানে মেরুল বাড্ডায় থাকেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কালের আলো/এমএইচ/এসবি