মাঠে সরব আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা

প্রকাশিতঃ 12:13 am | October 29, 2023

কালের আলো রিপোর্ট ;

মাঠে সরব রয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা। শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মঞ্চে ছিলেন, বক্তব্য রেখেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে সমাবেশের আগে-পরে রাজপথে সতর্ক অবস্থানে ছিল দলটির নেতাকর্মীরা। মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা রাজপথ পাহাড়ায় ছিলেন।

জানা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান এলাকার পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। দলীয় কার্যালয়ে নিয়মিত থাকছেন। কর্মীদেরকে নানাভাবে উজ্জীবিত করছেন। দলের অন্যান্য প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিনরা দলীয় কার্যালয় ও কর্মসূচিতে সম্পৃক্ত থাকছেন। কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

লক্ষণীয় বিষয় শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়ে বিকেলেই ঢাকা ফিরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। শনিবার স্মরণকালের সর্ববৃহৎ শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আছি। আমরা থাকবো। শেখ হাসিনার কর্মীরা মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে।’ সেতুমন্ত্রীর এই ঘোষণাই প্রমাণ করে আওয়ামী লীগ ঘরে-বাইরে ঐক্যবদ্ধ। এই যুদ্ধ সবার। এটা বাংলাদেশের আরেক মুক্তিযুদ্ধ। এটা মনে করেই মাঠে আছেন সবাই।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email