পূজায় সুখবর জানালেন পূজা চেরী

প্রকাশিতঃ 7:18 pm | October 24, 2023

বিনোদন ডেস্ক, কালের আলো:

চলছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যেই ভক্তদের সুখবর জানালেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী।

‘দরদিয়া’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে।

এর আগেও এই অভিনেতার সঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করেছেন পূজা। যার মধ্যে ‘নাকফুল’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। আর লিপস্টিক সিনেমার শুটিং বাকি রয়েছে।

নতুন সিনেমায় কাজ প্রসঙ্গে পূজা জানান, ‘প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে।’

কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘দরদিয়া’য় চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এই সিনেমার কাজ শুরু হবে আগামী বছর জানুয়ারিতে।

পরিচালক কামরুজ্জামান বলেন, পুরোপুরি প্রেমের গল্প এটি। রোমন্স ট্রাজেডি সবই দেখবেন দর্শক। আগামী বছরের শুরুতে শুটিং করবো। আশা করছি ওই বছরই মুক্তি দিতে পারবো।

কালের আলো/এসএমআর