গাজায় তিন ধাপে যুদ্ধ করার ঘোষণা ইসরায়েলের

প্রকাশিতঃ 6:37 pm | October 20, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

নেসেটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট (মাঝে)
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন ধাপে যুদ্ধ করবেন তারা। এছাড়া এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য নিয়েও কথা বলেছেন তিনি।
শুক্রবার (২০ অক্টোবর) তেল আবিবে ইসরায়েলি সংসদ নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে যুদ্ধের লক্ষ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন গ্যালান্ট।
তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো হামাসকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া, হামাসের সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করা এবং গাজায় নতুন ‘নিরাপত্তা সরকার’ প্রতিষ্ঠা করা।

তিনি বৈঠকে উপস্থিত কমিটির সদস্যদের যুদ্ধের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমরা (তিন ধাপের) প্রথম ধাপে রয়েছি, যেটিতে একটি সামরিক অভিযান চলছে। এরপর হবে স্থল হামলা। এরমাধ্যমে হামাসকে পরাজিত ও তাদের অবকাঠামো ধ্বংস করা হবে।’
তিনি বলেছেন, ‘যুদ্ধের দ্বিতীয় ধাপেও হামলা হবে। তবে এ হামলার তীব্রতা প্রথম ধাপের চেয়ে কম থাকবে। কারণ ওই সময় হামাসের প্রতিরোধের পকেটগুলো ধ্বংস করা হবে।’

যুদ্ধের তৃতীয় ধাপ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘তৃতীয় ধাপটি হবে গাজা উপত্যকায় নতুন একটি নিরাপত্তা সরকার প্রতিষ্ঠা করা। গাজায় প্রতিদিনকার জীবন নিয়ে ইসরায়েলের যে দায়িত্ব রয়েছে সেটির অবসান ঘটানো এবং ইসরায়েলি এবং গাজার আশপাশের বাসিন্দাদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

কালের আলো/এসএম

Print Friendly, PDF & Email