ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিল কানাডা

প্রকাশিতঃ 10:52 am | October 20, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সবশেষ ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিল কানাডা। খবর আল জাজিরা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বুধবার বলেন, ভারত সরকার কূটনৈতিক নিরাপত্তা তুলে নেওয়ার কথা বলার পর কানাডা সরকার তাদের কূটনীতিকদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

জোলি বলেন, ভারতের কূটনৈতিক নিরাপত্তা তুলে নেওয়ার হুমকি নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপত্তার ওপর ভারতের পদক্ষেপের প্রভাবের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সেখান থেকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, কানাডা আন্তর্জাতিক আইন রক্ষা করা অব্যাহত রাখবে। আমরা যদি কূটনৈতিক নিরাপত্তার নিয়ম ভাঙতে দিই, তাহলে পৃথিবীর কোথাও কোনো কূটনীতিক নিরাপদ থাকবেন না। তাই এই কারণে আমরা প্রতিশোধ নেব না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে দেশে কানাডিয়ান কূটনীতিকদের সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছিল।শিখ নেতা হরদিপ সিং নিজ্জরের হত্যায় ভারতের যুক্ত থাকার অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। পরে দুই দেশই একে অপরের কূটনীতিককে বহিষ্কার করেছিল।

কালের আলো/এসএম

Print Friendly, PDF & Email