‘স্মার্ট বাংলাদেশ’ পুরস্কার পেল পুলিশ
প্রকাশিতঃ 9:55 pm | October 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্মার্ট বাংলাদেশ পুরস্কার পেয়েছে পুলিশ বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হাতে এই পুরস্কার তুলে দেন।
দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা দেওয়া এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট দেওয়ার মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় বাংলাদেশ পুলিশকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ‘সাধারণ: সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান)’ ক্যাটাগরিতে এ ভূষিত পেলো পুলিশ বাহিনী।
বুধবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ‘ই-সার্ভিস’ কার্যক্রম চালু করে পুলিশ। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সব থানায় চলমান রয়েছে। এ যাবত ৪৪ লাখ ১ হাজার ৭১৮ জন বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন।
এর আগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা জাতিসংঘের অধীনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৮’ এ ভূষিত হয়েছিল।
কালের আলো/ডিএস/এমএম