১ রানে কিউইদের ৩ উইকেট তুলে নিলো আফগানরা
প্রকাশিতঃ 4:41 pm | October 18, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
১ উইকেটে ছিল ১০৯ রান। বেশ ভালোভাবেই এগেয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু আফগান বোলিংয়ে হঠাৎ ব্যাটিং ধস নেমেছে কিউইদের। ১ রান তুলতে হারিয়ে বসেছে ৩টি উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান। টম লাথাম আর গ্লেন ফিলিপস ১ রান করে অপরাজিত আছেন।
চেন্নাইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলেন ডেভন কনওয়ে আর উইল ইয়ং। কওনয়েকে (১৮ বলে ২০) এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন মুজিব উর রহমান।
এরপর রাচিন রাবিন্দ্র আর উইল ইয়ং মিলে গড়েন ৮৩ বলে ৭৯ রানের জুটি। ২১তম ওভারে জোড়া শিকার করেন আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই।
ওভারের দ্বিতীয় বলে রাচিনকে (৪১ বলে ৩২) বোল্ড আর শেষ বলে হাফসেঞ্চুরিয়ান ইয়ংকে (৬৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪) উইকেটের পেছনে ক্যাচ বানান ওমরজাই।
পরের ওভারে রশিদ খানের আঘাত। ড্যারেল মিচেল (১) মিডউইকেটে খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ইব্রাহিম জাদরানকে। ১ উইকেটে ১০৯ থেকে ৪ উইকেটে ১১০ রানে পরিণত হয় নিউজিল্যান্ড।
কালের আলো/এমএইচ/এসবি