ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

প্রকাশিতঃ 8:22 pm | October 17, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহতহামাসের শীর্ষ সশস্ত্র কমান্ডার আয়মান নোফাল ও তার পরিবার
কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-বুরেজ ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় মুক্তিকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার আয়মান নোফাল আবু আহমেদ নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ অক্টোবার) এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির লাইভ আপডেটে বলা হয়েছে, আয়মান নোফাল হামাসের জেনারেল মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগঠনের সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।বার্তা মাধ্যম টেলিগ্রামে আয়মানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাসাম ব্রিগেড। শাখাটি জানায়, আয়মান নোফাল আবু আহমেদ ইজ আল-দ্বীন আল-কাসাম ব্রিগেডের উচ্চতর সামরিক কাউন্সিলের সদস্য। তিনি সশস্ত্র শাখায় কেন্দ্রীয় গাজা এলাকার দায়িত্বে ছিলেন।

আল-বুরেজ ক্যাম্পে ইসরায়েলি হামলায় জেনারেল আয়মানের মৃত্যুর খবর দিলেও ঠিক কখন এটি ঘটে, সে তথ্য দেয়নি আল জাজিরা।
এর আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হামাসের জ্যেষ্ঠ সেনা কমান্ডার মুরাদ আবু মুরাদ। দাবি করা হয়, হামাসের হামলার নেতৃত্ব দিতেন মুরাদ।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমান হামাসের একটি অভিযানকেন্দ্রে হামলা করে। তখন নিহত হন মুরাদ। এ ব্যাপারে হামাস নিশ্চিতভাবে কিছু জানায়নি।

কালের আলো/এসএম

Print Friendly, PDF & Email