শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: সুজিত রায় নন্দী
প্রকাশিতঃ 2:58 pm | October 16, 2023

কালের আলো প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তিনি সব ক্ষেত্রে সবার জন্য ভাবেন এবং কাজ করেন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে অহায়দের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুজিত রায়।
তিনি বলেন, শারদীয় উৎসব বাংলার ঐতিহ্য। শারদীয় উৎসব সার্বজনীন, এ উৎসব সবার জন্য। দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য। যারা শুভ কাজকে বাধা দিয়ে অশুভ কাজ করে, তাদেরকে প্রতিহত করতে হবে।
সুজিত নন্দী বলেন, অসাম্প্রদায়িক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের যে যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।
এ সময় রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মনন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, পূজা উদযাপন পরিষদ ও রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএম