জাতির পিতার স্মৃতিস্তম্ভে নতুন স্বাস্থ্যসেবা সচিবের শ্রদ্ধা
প্রকাশিতঃ 5:11 pm | October 10, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি ৩২ নং এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজম, যুগ্মসচিব (প্রশাসন) আঞ্জুমান আরা, যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য) মামুনুর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারের অবসরজনিত কারণে মো. জাহাঙ্গীর আলম গতকাল ৯ অক্টোবর বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম