টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

প্রকাশিতঃ 10:42 am | October 10, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি। ধর্মশালায় টস জিতেছেন সাকিব আল হাসান এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্বকাপে ইংল্যান্ড ও বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে সমানে সমান। ২০০৭ সালে প্রথম দেখায় হারলেও পরের দুই আসরে বাংলাদেশ জিতেছে। ২০১৯ সালের আসরে বড় ব্যবধানে হেরে যায় তারা।

ধর্মশালায় আগের ম্যাচে আফগানিস্তানকে হারানোয় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে। কারণ আউটফিল্ড নিয়ে নানান সমালোচনা হলেও তাদের সুর ভিন্ন। এটার সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে বদ্ধপরিকর। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে বেন স্টোকসকে নামানোর ঝুঁকি নিচ্ছে না তারা।

কালের আলো/এসএম