নীলফামারীতে বিএনপি-জামায়াতের ৭ নেতাসহ গ্রেফতার ৩৯
প্রকাশিতঃ 10:02 pm | February 06, 2018
কালের আলো, নীলফামারী:
নাশকতা, বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত পলাতক ৫ বিএনপি নেতা ও ২ জামায়াত নেতাসহ ৩৯ জন আসামিকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে জেলার বিভিন্ন স্থানে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি আশিকুর রহমান(৩৫), কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা দেলোয়ার হোসেন(৪৫), জেলা সদরের কুখাপাড়া মহল্লার বিএনপি নেতা আব্দুল হানিফ(৪৫), সৈয়দপুর উপজেলার কাজিরহাট মহল্লার বিএনপি নেতা শাহিনুর মিয়া(৩৩), একই মহল্লার বিএনপি নেতা শাহিন(২৮), কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ের ৪ নং ওয়ার্ডের জামায়াতের সহ-সভাপতি জাহিদুল ইসলাম(৪৫), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের সহ-সেক্রেটারী শরিফুল ইসলাম (৪০) সহ ৩৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।