ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক ও হেল্পলাইন উদ্বোধন
প্রকাশিতঃ 5:40 pm | September 25, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক’ ও ‘ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এসব উদ্বোধন করেন।
জানা গেছে, ট্যুরিস্ট হেল্পলাইন চালুর ফলে ২৪ ঘণ্টায় পর্যটকরা যেকোনো তথ্য সহায়তা পাবেন। ০১৩২০-২২২২২২ এবং ০১৮৮৭-৮৭৮৭৮৭ নম্বরে ফোন করে পর্যটকরা যেকোনো অভিযোগ তুলে ধরতে পারবেন। যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ‘ট্যুরিস্ট পুলিশ হ্যান্ডবুক’ বাহিনীর সদস্যদের জন্য করা হয়েছে। এতে পর্যটকদের কীভাবে সেবা দিতে হবে সেসব বিষয়ে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে।
এর আগে ট্যুরিস্ট পুলিশের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (ডিএমপি কমিশনারের দায়িত্ব পাওয়া) হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক প্রমুখ।
কালের আলো/ডিএস/এমএম