নান্দাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিতঃ 12:17 pm | December 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- শরীফ (২৭), তপন (১৪)।
বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আটকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, নান্দাইল থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
কালের আলো/ওএইচ