দুই সিটিতে চলছে বর্জ্য অপসারণ, পরিদর্শনে মেয়র আতিকুল ইসলাম

প্রকাশিতঃ 6:36 pm | June 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণের কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতাকর্মীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিনেই ডিএনসিসি মেয়র মো আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ওয়ার্ড গুলো হলো- ০৬, ০৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪।

দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তা আবু নাছের জানান, দক্ষিণ সিটির ১০(১ম), ৫৩(২য়), ৩৮(৩য়), ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড হতে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

বর্জ্য নিতে ফোন করুন:
দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য কোরবানিদাতাদের প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।

কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বর ফোন করে জানানো অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ বিষয়ে নাগরিকদের ফোন ১৬১০৬ অথবা ০২-৫৫০৫২০৮৪ নম্বরে ফোন দিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘তাড়াতাড়ি বর্জ্য অপসারণ করতে এলাকাবাসীর সাহায্য দরকার। আমি সবাইকে অনুরোধ করব, যত্রতত্র যেন ময়লা না ফেলেন। আমরা প্রত্যেককে পলি দিয়েছি। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন। আমাদের প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছে। শ্রমিকদের সাহায্য করার অনুরোধ করছি।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘কোরবানি দিয়ে অনেকেই বাড়ি চলে যাবেন। বিনয়ের সাথে অনুরোধ করছি, যেসব পাত্রে পানি জমে তা উল্টে রেখে বাড়িতে যাবেন। এটা সবার জন্য সহায়ক হবে। অবশ্যই ছাদে যে পাত্র আছে — যাতে বৃষ্টির পানি জমতে পারে — তা উল্টে যাবেন। আমাদের সব কর্মকর্তা মাঠে থাকবে। নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আপনারা সহযোগিতা চাইলে আমরা দ্রুত বর্জ্য অপসারণের ব্যবস্থা নিবো।’

কালের আলো/বিএএ/এমএন