এমআরটি পুলিশের প্রথম ডিআইজি জিহাদুল কবির
প্রকাশিতঃ 6:47 pm | June 13, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা বিধানে ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’ এর প্রথম উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হলেন জিহাদুল কবির। এছাড়া এমআরটি পুলিশের প্রথম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব প্রদান করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।
মেট্রোরেলের নিরাপত্তা বিধানে গত মাসে এমআরটি পুলিশ গঠন চূড়ান্ত করে সরকার। পুলিশের এ ইউনিটটিতে একজন উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আর নতুন এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেলেন জিহাদুল কবির।
গতবছরের মে মাসে ডিআইজি পদে পদোন্নতি পান জিহাদুল কবির। পরে তাকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়। এর আগে জিহাদুল ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। বিসিএস ২০তম ব্যাচের এই কর্মকর্তা পাবনা, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি ‘বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম’ এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পান।
কালের আলো/ডিএস/এমএম