মসিক মেয়রের নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্তি ছড়ানোর অপতৎপরতায় জিডি
প্রকাশিতঃ 7:50 pm | June 06, 2023

অনিক খান, ময়মনসিংহ :
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) জনপ্রিয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো.ইকরামুল হক টিটুর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপির পক্ষে পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপতৎপরতা দৃশ্যমান হয়ে ওঠেছে। এ ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সিটি করপোরেশন। ক্ষোভ-অসন্তোষ তৈরি হয়েছে সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলে। ঘৃণা-প্রতিবাদ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে সাধারণ ডায়েরিটি করেছেন মেয়রের ব্যক্তিগত সহকারী মো: আরিফ হোসেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: কামাল আকন্দ।
জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: ইকরামুল হক টিটুর নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া আইডি খুলে বিএনপির পক্ষে অনবরত পোস্ট দিয়ে চলেছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র ইকরামুল হক টিটুর নাম ও ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলেছেন। এতে যে কোন সময় সমাজ বা রাষ্ট্রবিরোধী আপত্তিকর পোষ্ট দিয়ে বড় ধরনের ক্ষতি করার আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে মেয়রের ব্যক্তিগত সহকারী (এপিএস) মো: আরিফ হোসেন জানান, এটি স্পষ্টত ষড়যন্ত্র। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করছি দ্রুত সময়েই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে।
চলমান এই অপতৎপরতায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো.ইকরামুল হক টিটু। সোমবার (৫ জুন) ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এক পোস্টে মেয়র লিখেছেন, ‘ভুয়া আইডি খুলে মানুষকে বিভ্রান্ত করার পাঁয়তারা, সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কালের আলো/একে/এমকে