নেপালে কলেজ বাস দুর্ঘটনায় নিহত ২১

প্রকাশিতঃ 12:24 pm | December 22, 2018

কালের আলো ডেস্ক:

নেপালের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শুক্রবার কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে চারশ’ ফুট খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

নেপালের পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহি জানান, শুক্রবার দাং জেলায় শিক্ষা সফর শেষে বাসে করে ঘোরাহি শহরে ফিরছিলেন কৃষ্ণ সেন ইচ্ছুক পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজের ছাত্র-ছাত্রীরা। বাসটি তুলসিপুর শহরের কাছে পৌঁছানোর পর হাইওয়ে থেকে ৭শ মিটার নিচে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ১৩ পুরুষ এবং তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাস্থলটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৪শ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত এলাকায় হওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে।

বাহাদুর শাহি আরো বলেন, দুর্ঘটনায় আহত ১৫ জনকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটাপন্ন।

প্রসঙ্গত, নেপালে সড়ক দুর্ঘটনা অতি সাধারণ বিষয়। গত সপ্তাহে সেন্ট্রাল নেপালের নৌয়াকট জেলায় অন্য এক সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিল। সূত্র: আল জাজিরা

কালের আলো/ডিএ/এমএইচএ