মাটি নেই তো সমতল হবে কোথা থেকে : ফখরুল
প্রকাশিতঃ 12:23 pm | December 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মাঠি নেই তো সমতল হবে কোথা থেকে। আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরোদ্ধারের যে আন্দোলন, অন্যায়ভাবে দেশনেত্রীকে যে কারাগারে আটক করা হয়েছে, তাকে মুক্ত করার যে আন্দোলন, হাজার হাজার বিরোধী দলীয় গণতান্ত্রিক কর্মীকে বেআইনি ও অন্যায়ভাবে আটক করে রাখার তাদের মুক্ত করবার যে আন্দোলন। সেই আন্দোলনেরে অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সকলের কাছে এই প্রশ্ন দেখা দিয়েছে যে নির্বাচন আদৌও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো কোনো অবস্থা এখানে আছে কি না। অনেকে বলেন সমতল লেভেল প্লেয়িং ফিল্ড।’
তিনি বলেন, ‘আমাদের অগ্রজও, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, মাটি নেই তো সমতল হবে কোথা থেকে। আসলে নির্বাচনে কোনো মাঠ তো নেই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘অবাক বিস্ময়ে আমরা লক্ষ্য করছি যে, এই কমিশন, প্রশাসন, এমনকি বিচার বিভাগ তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য একজোট হয়েছে। এটা আমাদের কাছে শুধু বিস্ময়কর নয়, অত্যন্ত আতঙ্কের।আমরা এই কথাগুলো বলছি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তত তফসিল ঘোষণার পরে আমরা দেখতে পাব যে, বিরোধীদল তাদের প্রার্থীদের নিয়ে, নেতাকর্মীদের নিয়ে তারা প্রচারণায় নামতে পারছে। নির্বিঘ্নে প্রচারণা করতে পারছে এবং মামলা-মোকদ্দমা, হামলা যা ছিল তা আপাতত স্থগিত থাকছে। কারণ, আপনারা তো জানেন, গত ১০টা বছর ধরে, বিশেষ করে গত পাঁচ বছর এবং নির্বাচনের বছর এটা আরও অনেক বেড়ে গেছে।’
এ সময় মিথ্যা মামলা,ভৌতিক মামলা, গায়েবি মামলার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একেবারেই একটা অবিশ্বাস্য একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে। যে পরিস্থিতিতে কোনো মতেই একটি অবাধ,সুষ্ঠ,গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।এটা হওয়ার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।’
কালের আলো/এএ/এমএইচএ