প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র রুখে দেবে ময়মনসিংহ মহানগর যুবলীগ
প্রকাশিতঃ 7:29 pm | May 22, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র রুখে দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনূর রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও মাননীয় প্রধানমন্ত্রীকে সুরক্ষার চেষ্টা করে যাবো। যুবলীগের হাজার হাজার নেতাকর্মী ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।
সোমবার (২২ মে) ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ময়মনসিংহ মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি রাসেল পাঠানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য রাখেন।
সূত্র জানায়, রাজশাহীতে সম্প্রতি বিএনপির এক নেতা প্রকাশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠে দেশের মানুষ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যুবলীগের উদ্যোগে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে সোমবার (২২ মে) ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালের আলো/এমকে/এমএইচ