কৃষকের ধান কেটে দিল মমেক ছাত্রলীগ
প্রকাশিতঃ 6:34 pm | April 27, 2023

ময়মনসিংহ প্রতিনিধি:
এবার কৃষকের চল্লিশ শতক জমির ধান কেটে দিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রলীগ। এতে উপকারভোগী কৃষক সিরাজুল ইসলামের পরিবারে আনন্দ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পযর্ন্ত সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের বাড়েরা এলাকায় এই ধান কাটা কর্মযঞ্জে অংশ নেয় মমেক ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেয় মমেক ছাত্রলীগের পশ্চিম হল শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুষার।
এ সময় তার সাথে ধান কাটায় আরও অংশ গ্রহন করে মমেকের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় পাল, উৎস রয়, মেরাজ হোসেন বাধন, রিত্তিক সাহা, অর্ক সরকার প্রমুখ।
খবরের সত্যতা নিশ্চিত করে ছাত্রলীগ নেতা তুষার জানায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনেও যে কোন কর্মসূচি বাস্তবায়নে মমেক ছাত্রলীগ প্রতিশ্রুতিবদ্ধ।

বাড়েরা এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, শ্রমিক সংকট ও উচ্চ মূল্যের কারণে চল্লিশ শতক জমির ধান কাটা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। এরই মাঝে ছাত্রলীগ নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়ে বড় উপকার করেছে।
কালের আলো/এমএইচ/এসবি