মিয়ানমারে বর্ষবরণ উৎসবে বোমা বিস্ফোরণে নিহত ৪
প্রকাশিতঃ 11:40 am | April 14, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
মিয়ানমারের পূর্বাঞ্চলে বর্ষবরণ উৎসবে সিরিজ গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের লাশিও শহরে এ ঘটনা ঘটে।
এদিন শহরের ইয়ান টাইং অং বৌদ্ধ মন্দিরে শত শত মানুষ যখন জড়ো হয়েছিলেন। তখন মন্দিরের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
লাশিওর একজন উদ্ধারকর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণস্থলে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির একটি নিরাপত্তা সূত্র বিস্ফোরণে নিহতের সংখ্যা এএফপিকে নিশ্চিত করেছে। তারা ওই এলাকায় আরও বিস্ফোরক আছে কি না তা জানতে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
কালের আলো/এমএইচ/এসবি