বঙ্গবাজারে চৌকি পেতে ব্যবসা শুরু
প্রকাশিতঃ 2:17 pm | April 12, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বঙ্গবাজারে অস্থায়ীভাবে চৌকি পেতে বসতে শুরু করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা৷ ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে এবং আপাতত দিন যাপন করতে তাদের এই অস্থায়ী বসা।
বুধবার (১২ এপ্রিল) সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডস্থল ঘুরে দেখা যায়, বঙ্গবাজার কমপ্লেক্সের খোলা জায়গায় এখন আর কোনো পোড়া স্তূপ নেই। নেই টিন বা লোহা-লক্কর। বরং সেই জায়গা ইট বিছিয়ে বালু ছিটিয়ে সমতল করা হয়েছে।
বঙ্গবাজারের দোকান মালিক সমিতির নেতাদের ভাষ্য, বঙ্গবাজার কমপ্লেক্সে ১ দশমিক ৭৯ একর জমি রয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানিদের বসাতে সেখানে বালু ফেলে ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় বালু ফেলা ও ইট বিছানোর কাজ করে চলেছেন ঢাকা দক্ষিণ সিটির সংশ্লিষ্ট কর্মীরা।
তবে চৌকি বসানোর মতো সব ব্যবসায়ীরা পাবেন না বলে জানালেন বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ মার্কেট ইউনিটের সভাপতি শাহ আলম চৌধুরী। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘জায়গা সংকটের কারণে সর্বসাকল্যে ১ হাজার থেকে ১২০০ চৌকি মার্কেটের জায়গায় বসানো যাবে বলে মনে হচ্ছে।’
‘সেইক্ষেত্রে ১০০ চৌকি দিয়ে ২০০ জনকে পুনর্বাসিত করা যায় কিনা আমরা দেখব। আর যারা বসার জায়গা পাবে না, তাদের বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
বঙ্গবাজার আদর্শ মার্কেট ইউনিটের সভাপতি জানান, তাদের ইউনিটে মোট দোকান ছিল ৬৭১টি। এর মধ্যে সর্বোচ্চ ১০০ চৌকি বসানো যাবে।
কালের আলো/বিএস/এমএম