সাড়ম্বরে ৫০ বছর উদযাপন, সংসদের বিশেষ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন

প্রকাশিতঃ 10:53 pm | April 07, 2023

কালের আলো রিপোর্ট :

দেশ স্বাধীন হওয়ার দুই বছর পর শুরু হয়েছিল জাতীয় সংসদের যাত্রা। প্রথম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ। পরে ওই বছরের ৭ এপ্রিল বসে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চলতি বছরের শুক্রবার (০৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি হলো। সাড়ম্বরেই উদযাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তী।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুক্রবার (০৭ এপ্রিল) শুরু বিকেল ৩ টায় শুরু হয় বিশেষ অধিবেশন। এদিন সুবর্ণজয়ন্তীর স্মারক বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। বিশেষ এ অধিবেশনে যোগ দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সংসদে ভিআইপি গ্যালারিতে বসে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণ শোনেন। অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ।

এছাড়া আমন্ত্রিত হয়ে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো.মজিবুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল টি এম জোবায়ের, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল হামিদুল হক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক, র‌্যাবপ্রধান অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এম খুরশীদ হোসেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে