নারী ট্রাফিক পুলিশ সদস্যদের সম্মাননা দিলো রাউন্ড টেবিল

প্রকাশিতঃ 9:39 pm | March 11, 2023

কালের আলো ডেস্ক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত নারী সদস্যদেরকে সম্মাননা প্রদান দিয়েছে রাউন্ড টেবিল বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ই মার্চ) লালবাগ ট্রাফিক বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক লালবাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।

অনুষ্ঠানে রাউন্ড টেবিল বাংলাদেশের পক্ষ থেকে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত নারী সদস্যদের গিফট প্রদান করেন সংগঠনটির চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ জোন) জয়ীতা দাস ও ট্রাফিক লালবাগ বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও নারী সদস্যরা।

এছাড়া রাউন্ড টেবিলের সদস্য – এজাজ মাহমুদ রনি, মাহমুদ আল ওয়াহিদ ইশাদ, ফাহাদ ইসলাম চৌধুরী, রায়হান আজহার, আসিফ মাহমুদ সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম