ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমা লাগবেই
প্রকাশিতঃ 9:41 pm | February 20, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি থাকলেও এ সিদ্ধান্তে অটল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমার বাধ্যতামূলক থাকছেই। তবে ডিপ্লোমার নাম ও পরীক্ষার পদ্ধতি পরিবর্তনসহ বেশ কিছু বিষয়ে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বে উত্তীর্ণ না হলে সিনিয়র অফিসার বা সমমান পরবর্তী পদে পদোন্নতি পাবেন না ব্যাংক কর্মকর্তারা। গত ৮ ফেব্রুয়ারি এমন নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি তুলেছেন ব্যাংকাররা। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রক্রিয়াগত কিছু পরিবর্তন আসলেও আগের সিদ্ধান্ত বহাল থাকছে।
দ্বিপাক্ষিক বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার। সেখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোরালো দাবি উঠেছে। তাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকিং ডিপ্লোমার নাম পরিবর্তনসহ পরীক্ষা পদ্ধতি ও খাতাপত্র মূল্যায়ন ইত্যাদি বিষয়ে আমূল পরিবর্তন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ব্যাংক কর্মকর্তাদের জ্ঞানের পরিধি বাড়াতে ব্যাংকিং ডিপ্লোমার বিকল্প নেই। তাই যে সিদ্ধান্ত হয়েছে তা বহাল থাকবে। এ নিয়ে বেশ কিছু আপত্তি আছে। তবে ডিপ্লোমার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। যেমন, ডিপ্লোমার প্রথম পর্বে অ্যাকাউন্টিং নামের সাবজেক্টটি আর থাকবে না। প্রথম পর্বে ব্যাংকিং সুশাসন নিয়ে আলোকপাত করা হবে। অ্যাকাউন্টিংয়ের বিষয়টি দ্বিতীয় পর্বে থাকতে পারে। তাছাড়া পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে যেসব পরিবর্তন আসবে সে সম্পর্কে খুব দ্রুত জানানো হবে।
তিনি বলেন, এখান থেকে ডিআইবিবির দুটি কোর্স সম্পন্ন করেছেন এমন শিক্ষক দিয়ে খাতা পর্যালোচনা করা হবে। পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। নকল করার কোনো সুযোগ থাকবে না। নকলের কোনো প্রমাণ পেলে কর্মকর্তা চাকরিও হারাতে পারেন। এক্ষেত্রে শূন্য সহনশীলতা অবলম্বন করবে বাংলাদেশ ব্যাংক। তবে পরীক্ষাটির নাম পরিবর্তন করে ‘ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন’ নামে অবহিত করা হবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাস বাধ্যতামূলক করা হলো। তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন পদে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এক্ষেত্রে ডাক্তার, প্রকৌশলী, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কথা উল্লেখ করা হয়েছে।
একটি সময় পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার কোনো গুরুত্ব ছিল না। তবে ২০২০ সালের অক্টোবরে এক নির্দেশনার মাধ্যমে অফিসার থেকে মহাব্যবস্থাপক ও সমমানের পদ পর্যন্ত পদোন্নতিতে বরাদ্দ করা মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমার জন্য একটি নম্বর বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়। এক্ষেত্রে প্রথম পর্বের তুলনায় আবশ্যিকভাবে দ্বিতীয় পর্বে বেশি নম্বর বরাদ্দ রাখতে বলা হয়।
কালের আলো/এমএইচ/এসবি