কোহলিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে স্মিথের পাশে মুমিনুল

প্রকাশিতঃ 8:10 pm | January 31, 2018

ডেস্ক রিপোর্ট | কালের আলো:

চট্টগ্রাম টেস্টে নামার আগেও হয়তো মুমিনুল ভাবেননি এই রেকর্ডের কথা। বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত ব্যাটসম্যান এবার ছাড়িয়ে গেলেন বর্তমান ক্রিকেটের দুই বড় তারকা বিরাট কোহলি ও স্টিভেন স্মিথকে।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে দ্রুত ২ হাজার রান সংগ্রহ করেছেন মুমিনুল হক। আজ মাইলফলক থেকে ১৬০ রান দূরে ছিলেন মুমিনুল হক। এ রানটা যে অনেক বড় জানা ছিল। কিন্তু সেটাকেই বাস্তবে রূপ দিলেন কক্সবাজারের ছেলে মুমিনুল। ৮১তম ওভারের হেরাথের বলটা ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে শূন্যে ভাসিয়ে পাঠিয়ে দিলেন দড়ির ওপাশে। ব্যস, বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুই হাজার রান হয়ে গেল মুমিনুলের।

এ মাইলফলক ছুঁতে ৪৭ ইনিংস দরকার হয়েছে। ক্যারিয়ারের প্রথম ২ হাজার রান পেতে স্টিভ স্মিথেরও ৪৭ ইনিংস দরকার হয়েছিল। সেই স্মিথ এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। আর সব সংস্করণ মিলিয়ে বর্তমানের সেরা ব্যাটসম্যান কোহলির দুই হাজার রান করতে দরকার হয়েছিল ৫৩ ইনিংস।