ময়মনসিংহের বেগুনবাড়িতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিতঃ 5:52 pm | January 22, 2023

ময়মনসিংহ প্রতিবেদক:
মাদকের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ময়মনসিংহের বেগুনবাড়ি এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বেগুনবাড়ির বরিয়ান নামক স্থানে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৯ নং খাগডহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে শতাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র। মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেন তারা।

কালের আলো/আরবিএ/এমএম