ডিএমপির সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিতঃ 2:35 pm | January 21, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ফেব্রুয়ারিতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দপের সম্ভাব্য ঢাকা সফর সফরে নিরাপত্তা ইস্যুতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি নিরাপত্তা প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএমপি সদর দফতরে সাক্ষাৎ করে ইসিবির ২ সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল। এসময় ইংল্যান্ড দলের সফরকালে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনার বিষয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারসহ ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিম ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে। ঢাকা ও চট্টগ্রাম; এ দুই ভেন্যুতে টাইগারদের মোকাবিলা করবে ওয়ানডে ও টি২০’র বিশ্বচ্যাম্পিয়ন থ্রি লায়ন্সরা।

কালের আলো/বিএএ/এমএম