আগামীকাল ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 3:58 pm | January 15, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) ৫০টি মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী আগামীকাল বেলা ১১টার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ের এ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন।

কালের আলো/পিএম/এনএল