টুঙ্গিপাড়ায় অসহায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

প্রকাশিতঃ 3:52 pm | January 03, 2023

কালের আলো প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে যশোর এরিয়ার জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে সরকারি জিটি স্কুল মাঠে অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রশীদ।

বাংলাদেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে এসব সহায়তা দেওয়া হয়।

এ সময় যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম