হিরণ নয়, গৌরিপুরে বিএনপি’র প্রার্থী ইকবাল

প্রকাশিতঃ 1:18 pm | December 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শুক্রবার সন্ধায় বিএনপির ২০৬ আসনের প্রার্থী ঘোষনার সময় ময়মনসিংহ-৩ আসনে আহম্মেদ তায়েবুর রহমান হীরনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে গভীর রাতে বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আসনে প্রার্থী পরিবর্তন করে এম এ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাত ১২টায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

সে হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন এম এ ইকবাল হোসেন।

কালের আলো/এআর/এমএইচএ