আকাশপথে নতুন গন্তব্যে মনোযোগী দেশ
প্রকাশিতঃ 10:06 am | December 23, 2022

কালের আলো রিপোর্ট :
আকাশপথে নতুন নতুন দেশের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এই তালিকায় রয়েছে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার মোট ১২ টি দেশ। এসব দেশই মূলত ব্যবসাবাণিজ্যের প্রসার, পর্যটনসহ নানা দিক বিবেচনা করে বাংলাদেশের সঙ্গে আকাশপথে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যেই কয়েকটি দেশের সঙ্গে চুক্তির ব্যাপারে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বাদ বাকী দেশগুলোর সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব পাঠানো হচ্ছে।
জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আকাশপথে বাংলাদেশের বিস্তৃতি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ১২টি দেশের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছি আমরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে ফ্লাইট অপারেশনের সক্ষমতা বাড়বে। তখন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যোগাযোগ আরও বাড়বে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র বলছে, আফ্রিকার ছয়টি দেশ, ইউরোপের দুটি এবং এশিয়ার চারটি দেশ আকাশপথে বাংলাদেশের সঙ্গে চুক্তির আওতায় আসছে। আফ্রিকার দেশগুলোর তালিকায় আছে মরিশাস, দক্ষিণ আফ্রিকা, লাটভিয়া, ইথিওপিয়া, রুয়ান্ডা ও সিশেলস। ইউরোপের দুটি দেশ চেক রিপাবলিক ও সুইজারল্যান্ড এবং এশিয়ার লেবানন, তুর্কেমিনিস্তান, আলজেরিয়া ও ব্রুনাইয়ের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে বিমান চলাচলে ৫৩টি দেশের সঙ্গে চুক্তি বা অনুস্বাক্ষর রয়েছে বাংলাদেশের। এসব দেশসমূহ হচ্ছে- অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, আফগানিস্তান, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, কানাডা, চীন, মিশর, ফ্রান্স, জার্মানি, হংকং, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইতালি, জাপান, জর্ডান, কেনিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, শ্রীলংকা, সিরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন ও ব্রুনাইয়ের সঙ্গে। তবে অনেক দেশের সঙ্গে ফ্লাইট চালু নেই।

এখন ঢাকার সঙ্গে বাহরাইনের ‘গালফ এয়ার’, ভুটানের ‘দ্রুক এয়ার’, চীনের ‘চায়না ইস্টার্ন’, ‘চায়না সাউদার্ন’, হংকংয়ের ‘ক্যাথি প্যাসিফিক’, সৌদি আরবের ‘সৌদিয়া এয়ারলাইনস’, কুয়েতের ‘কুয়েত এয়ারওয়েজ’, ‘জাজিরা’, মালয়েশিয়ার ‘এয়ার এশিয়া’, ‘মালয়েশিয়ান এয়ারলাইনস’, ‘মালিন্দো’, মালদ্বীপের ‘মালদিভিয়ান’, নেপালের ‘হিমালয়ান এয়ারলাইনস’, ওমানের ‘ওমান এয়ার’ ও ‘সালাম এয়ার’, কাতারের ‘কাতার এয়ারওয়েজ’, সিঙ্গাপুরের ‘সিঙ্গাপুর এয়ারলাইনস’, শ্রীলংকার ‘শ্রীলংকান এয়ারলাইনস’, থাইল্যান্ডের ‘থাই এয়ারওয়েজ’, তুরস্কের ‘তার্কিশ এয়ারলাইনস’, ভারতের ‘স্পাইস জেট’, ‘ইনডিগো’, ‘ভিসতারা’ ও ‘এয়ার ইন্ডিয়া’ এবং সংযুক্ত আরব আমিরাতের ‘এয়ার এরাবিয়া’, ‘ইত্তিহাদ এয়ারওয়েজ’, ‘ফ্লাই দুবাই’ ও ‘এয়ার এরাবিয়া এয়ারলাইনসের সরাসরি যোগাযোগ রয়েছে।
সূত্র জানায়, এক সময় চুক্তির আগে উভয় দেশের সম্মতির পর অনুস্বাক্ষর করা হতো। এরপর প্রয়োজন অনুসারে চুক্তির রেওয়াজ ছিল। এখন সরাসরি চুক্তি হয়। তার আগে উভয় দেশ এই বিষয়ে সম্মত হয়। ৫৩টি দেশের মধ্যে ২৬টি দেশের সঙ্গে চুক্তি আর ২৭টি দেশের সঙ্গে অনুস্বাক্ষর রয়েছে। বর্তমানে ১৫টি দেশের ২৩টি গন্তব্যে বিমান চলাচল করছে। আর ১৮টি দেশের ২৬টি এয়ারলাইনস যাত্রী ও পণ্য পরিবহন করছে।
একই সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে ইরাকের সরাসরি ফ্লাইট সার্ভিস চালু করতে চায় ফ্লাই বাগদাদ। ফ্লাইট চালুর পথে অনেক দূর এগিয়েছে মিশরের ইজিপ্ট এয়ারও। দেশ দুটির সঙ্গে ফ্লাইট চালু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সম্মত হয়েছে। এছাড়া ফ্রান্সের ‘এয়ার ফ্রান্স’ ঢাকায় সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। বেবিচক এর সম্ভাব্যতা পর্যালোচনা করছে।
কালের আলো/এসবি/এমএম