আ’লীগের ইশতেহার ঘোষণা ১২ ডিসেম্বর
প্রকাশিতঃ 9:36 pm | December 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
১২ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলীয় সূত্রে এতথ্য জানা গেছে।
এর আগে ‘গ্রাম হবে শহর’-সহ এমন প্রায় ১৪টি সম্ভাব্য শিরোনাম দিয়ে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার চূড়ান্ত করে কমিটি। শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে প্রতীক বরাদ্দের পর এটি প্রকাশের কথা ছিল।
ইতিমধ্যে এই ইশতেহার চূড়ান্ত করা হয়েছে। ১২ ডিসেম্বর এটি প্রকাশের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ।
ইশতেহার কমিটি সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে গুরুত্ব পেয়েছে- গ্রামীণ জনপদের উন্নয়ন; যার শিরোনাম হলো; গ্রাম হবে শহর।
কালের আলো/ওএইচ