প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা র‍্যাবের নতুন ডিজির

প্রকাশিতঃ 8:17 pm | October 02, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

সততা, সাহস, দক্ষতা ও পেশাদারিত্বে নিজেকে বিনির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম। ঘটিয়েছেন বিচক্ষণতার অপূর্ব সমন্বয়। তাঁর দীর্ঘ বর্ণাঢ্য চাকরি জীবনে সফলতার মুকুটে যোগ হয়েছে নতুন পালক।

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে অভিষিক্ত হয়েছেন। আনন্দ নন্দিত দিনটি গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর)। এই গুরুদায়িত্বের আগে সুনাম ও দক্ষতার সঙ্গেই তিনি সামলেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) পদটিও।

দেশের জনগণের সবচেয়ে প্রিয় আস্থাভাজন সংস্থার ডিজি হিসেবেও তিনি বজায় রাখতে চান নিজের সুনাম ও সাফল্যের ধারাবাহিকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়নের গতিধারাকে আরও তরান্বিত করতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রেখে র‍্যাব ফোর্সেসকে এই উন্নয়ন অগ্রযাত্রায় গর্বিত অংশীদার করেই কাজ করে যেতে চান। তাঁর প্রত্যাশা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার।

রোববার (০২ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে নিজের মিশন-ভিশনের আলোকময় অভিব্যক্তি উচ্চারিত হয় র‍্যাবের এই নতুন মহাপরিচালকের কন্ঠে। নিজ বাহিনীর প্রতিটি সদস্যের ভেতরেই তিনি যেন বুনে দিলেন স্বপ্নের বীজ। সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাধ দমনে র‍্যাবের অমর কীর্তি স্বভাবতই তাকে করেছে উদ্দীপ্ত, জুগিয়েছে প্রেরণা ও সাহস।

অতীতের মতোই দেশ মাতৃকার প্রয়োজনে দুস্তর-দুর্গম পথ পাড়ি দিয়ে আলোকোজ্জ্বল সোনালী ভবিষ্যতের পথযাত্রায় মঙ্গলময় চেতনা ও কর্মের আদর্শে অবিচল থাকতে চান গোপালগঞ্জের সুমৃত্তিকায় জন্ম নেওয়া র‍্যাবের এই নতুন ডিজি। তিনি বলছিলেন এমনটিই-‘বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল। জাতির পিতার সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক স্থাপন করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে র‍্যাব ফোর্সেস উন্নয়নের এই অগ্রযাত্রায় অংশীদার হয়ে কাজ করে যাবে।’

র‍্যাব ডিজি এম খুরশীদ হোসেন মনে করেন, নিরন্তর হীরন্ময় আলোতেই মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা ও মূল্যবোধ বুকে নিয়েই নিরলসভাবে কাজ করে যাবে এলিট ফোর্সের প্রতিটি সদস্য। ঠিক যেন তার নিজের মতোই- দৃঢ় সংকল্প, ইস্পাত কঠিন মনোবল আর অব্যর্থ কর্মফলই ধ্যানজ্ঞান। কন্ঠে ঔজ্জ্বল্য ছড়িয়েই অমিত দৃঢ়তায় তিনি বলেন, ‘দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে র‌্যাব ফোর্সেসের অভিযান অব্যাহত থাকবে। কোন ধরণের অরাজকতা বা নাশকতার প্রশ্রয় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে র‌্যাব ফোর্সেস’র প্রতিটি সদস্য মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বুকে ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।’

র‍্যাব মহাপরিচালক দেশের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গনমাধ্যমের অপরিসীম ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গেই উপস্থাপন করেন। তিনি বলেন, ‘ইতোপূর্বে র‍্যাব ফোর্সেসকে সাংবাদিকগণ যেভাবে সহযোগিতা করেছেন; ভবিষ্যতেও র‌্যাবকে একইভাবে সহযোগিতা করবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।’

এর আগে এম খুরশীদ হোসেন র‍্যাব ডিজি হিসেবে নিজ দায়িত্বগ্রহণের দ্বিতীয় দিনেই শনিবার (০১ অক্টোবর) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ওইদিন তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। সেদিন নতুন ডিজি বলেন, ‘দেশের সকল শ্রেণির মানুষের কাছে র‌্যাব আস্থার জায়গা, অপরাধীদের কাছে আতঙ্ক। আমরা সম্মিলিতভাবে এই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূলে সর্বাত্মক কাজ করে যাবো। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য আমরা কাজ করে যাবো।’

কালের আলো/এমএএএমকে

Print Friendly, PDF & Email