এরশাদ বাসায় আছেন, খোঁজ নিয়ে দেখুন

প্রকাশিতঃ 9:00 pm | December 01, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মুহূর্তে বাসায়-ই আছেন। তিনি নির্বাচনে অংশ নেবেন। আমরা সকলে মিলে তার নির্বাচন করছি। তার মনোনয়নপত্র জমা হয়েছে। আমরা কাজ করছি। নির্বাচনের প্রস্তুতি চলছে। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। পার্টির চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন।’

আজ শনিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে জাপা মহাসচিব বলেন, ‘আপনাদের নিশ্চয় মনে পড়বে, পাঁচ থেকে ছয় দিন আগে আমি নিজেই বলেছিলাম, স্যার দুই-একদিন পরে ফিরে আসবেন। এখন এসেছেন, খবর নিয়ে দেখুন।’

এইচ এম এরশাদের সাম্প্রতিক অসুস্থতা ও হাসপাতালে ভর্তি নিয়ে দলের ভিতরে ও বাইরে কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছে। এ বিষয়ে আজ সাংবাদিকরা রুহুল আমিন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এরশাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। তার নির্বাচন আমরাই করছি। গত পাঁচ দিন আগে আমি বলেছিলাম যে, তিনি ফিরে আসবেন। তিনি এখন তার বাসায়-ই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন।’

মনোনয়ন বাণিজ্য নিয়ে প্রার্থীদের অভিযোগ ও জাতীয় পার্টির কার্যালয়ে মামলার বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘অনেকে হতাশা থেকে এই অভিযোগ তুলতে পারেন। গণমাধ্যমে যে খবর এসেছে তার সত্যতা খুঁজে পাওয়া যাবে না। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘তবে আমি আশা করি যত কথা পত্রিকার পাতায় আসুক, সত্যতা কেউ খুঁজে পাবে না। এগুলো বিভ্রান্তিকর। জনগণ আমাদের সঙ্গে আছে। মানুষ আমাদের ওপর আস্থা রাখে।’

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email