বাড়লো চাকরির আবেদন ফি
প্রকাশিতঃ 7:21 pm | September 25, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি বাড়িয়েছে সরকার।
গত ২২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ সচিব মোছা.নারগিস মুরশিদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরীক্ষার ফি পুননির্ধারণ করে দেওয়া হয়।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া, ১০ম গ্রেডে ৫০০, ১১ থেকে ১২তম গ্রেডে ৩০০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ২০০ ও ১৭ থেকে ২০তম গ্রেডে পরীক্ষার ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।
তবে প্রজ্ঞাপনে আগের ‘ফি’ উল্লেখ করা হয়নি। এ ছাড়া ক্যাডার সার্ভিসের ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ পুন:নির্ধারণ করা হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই ফি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য প্রযোজ্য।
কালের আলো/ডিএস/এমএম