আকবর আলি খানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশিতঃ 7:02 pm | September 09, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও কলামিস্ট আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
এক শোক বার্তা পাঠায় মন্ত্রী আকবর আলি খানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, আকবর আলী খান বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
কালের আলো/এসবি/এমএম