পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীরা
প্রকাশিতঃ 7:30 pm | September 06, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স (এএফডব্লিউসি)-২০২২ এর প্রশিক্ষণার্থীরা। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) এএফডব্লিউসি’চিফ ইন্সট্রাকটর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম কামালের নেতৃত্বে মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এ অনুষ্ঠিত কোর্সের প্রশিক্ষণার্থীরা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
পুলিশ সদরদপ্তর জানায়, সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা, আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল অবদান ইত্যাদি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
এছাড়া বাংলাদেশ পুলিশের চেঞ্জ মেকার খ্যাত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গৃহীত যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ যেমন- করোনা মোকাবেলা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদের নিয়োগ বিধি সংশোধন, বিট পুলিশিং, জনগণের প্রতি পেশাদার আচরণ, হ্যান্ডস ফ্রি গিয়ার চালুকরণ, ই-পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মোঃ মাজহারুল ইসলাম প্রশিক্ষাণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেন, সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আগামীতে আরও সুসংহত ও সুদৃঢ় হবে।
প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ পুলিশ সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কালের আলো/ডিএস/এমএম