শেখ হাসিনার কর্মী হিসেবেই কাজ করতে চান সম্রাট
প্রকাশিতঃ 7:36 pm | August 26, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জামিনে মুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এ এ সময় তিনি বলেছেন, আমি শেখ হাসিনার কর্মী ছিলাম, আছি, থাকব। রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।
শুক্রবার (২৬ আগস্ট) বিকাল পৌনে ৫টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহিদদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
এর আগে দুপুর আড়াইটা থেকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগান দিয়ে জড়ো হতে শুরু করেন যুবলীগের হাজারো নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চল, আমরা আছি তোমার সঙ্গে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।সম্রাটও এ সময় নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দেন।

এর আগে গত সোমবার (২২ আগস্ট) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত ৬’র বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। কিন্তু অসুস্থ থাকায় দুদিন পর হাসপাতাল ছাড়লেন তিনি।
জামিনের ক্ষেত্রে সম্রাটকে কয়েকটি শর্ত দেওয়া হয়। শর্তগুলো হলো- তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে; আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।
সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিনের মধ্য দিয়ে সব মামলায় জামিন পেয়েছেন সম্রাট।
কালের আলো/এসবি/এমএম