বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে
প্রকাশিতঃ 9:53 am | August 25, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২০০। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮৯ জন। যা আগের দিনের তুলনায় বেড়েছে ৪০ হাজারের বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারস বলছে, বিশ্বজুড়ে করোনায় শনাক্ত হয়েছে ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৯১১ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ লাখ ৮০ হাজার ১২৮ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৯৪৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।
জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৩১৭ জন।
যুক্তরাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৩৫৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
কালের আলো/ডিএস/এমএম