নতুন সময়সূচিতে অফিস শুরু, সকাল থেকেই যানজট
প্রকাশিতঃ 10:23 am | August 24, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নতুন সময়সূচি অনুযায়ী আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য আজ সকাল থেকেই কর্মচাঞ্চল্য হয়ে উঠে রাজধানী। অফিসের নতুন সময়সূচি অনুযায়ী অফিস-কার্যালয়ে পৌঁছাতে যে-যার মতো ব্যস্ত।
তবে সকাল ৭টা থেকে রাজধানীর প্রধান প্রধানসহ অলিগলির সড়কে প্রচণ্ড যানজট শুরু হয়েছে। গণপরিবহনের অপেক্ষায় প্রধান সড়কের পাশে অফিসগামী অনেক যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
সরকারি প্রধান দফতর সচিবালয়ে দেখে গেছে, সকাল সাড়ে ৭টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। আগে সাধারণত সাড়ে ৮টার মধ্যে অফিসে পৌঁছাতেন তারা। প্রথম দিনেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রাণোচ্ছল ছিল সচিবালয়ের আঙিনা।
নতুন সময়সূচির প্রথম দিনে সচিবালয়ে আসা কর্মকর্তা-কর্মচারীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। তবে সময়ের আগেই অফিসে পৌঁছাতে অনেকের মধ্যে তাড়াহুড়াও ছিল।
নতুন কর্মসূচি অনুযায়ী কয়েকজন মন্ত্রীকে সকাল ৮টার মধ্যে নিজ নিজ দফতরে আসতে দেখা গেছে। জানা গেছে, কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে উপস্থিতির হার পর্যবেক্ষণ করেছেন। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে পর্দা ব্যবহার করছেন কিনা, এসি ব্যবহার করছে কিনা এবং অতিরিক্ত বাতি না জ্বালানোর বিষয়ে তারা পর্যবেক্ষণ করেন।
কর্মচারীদের সংখ্যা দিনের শুরুতে কিছুটা কম থাকলে সাড়ে ৮টার মধ্যে প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে উপস্থিত হন।
এদিকে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর হয়ে আজমপুর, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর সড়কে। খিলক্ষেত থেকে বিশ্বরোড হয়ে রেডিসনের সামনে দিয়ে বনানী-কাকুলী হয়ে মহাখালী পর্যন্ত সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে মোহাম্মদপুর থেকে বিজয় সরণি হয়ে ফার্মগেট-কারওয়ানবাজার হয়ে বাংলামোটর, শাহবাগ এলাকায়ও যানবাহনের চাপ দেখা গেছে।
খিলক্ষেত থেকে কুড়িল হয়ে নতুন বাজার, বাড্ডা হয়ে রামপুরা-মালিবাগ পর্যন্ত যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে। যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ গুলিস্তান ও মতিঝিল এলাকায়ও সকাল থেকেই যানবাহনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আজ থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, আদালত, ব্যাংক নতুন সময়সূচিতে শুরু হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ব্যাংকগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা হবে। তবে লেনদেন বিকেল ৩টা পর্যন্ত। এই কারণেই দিনের প্রথম প্রহরে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন অফিসগামী যাত্রীরা।
ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা বলছেন, সড়কে কেউ নিয়ম মেনে গাড়ি চালায় না। মোটরসাইকেলচালকরা এখন কিছুটা নিয়ম মানতে শুরু করেছেন। এখন কারা হেলমেট পড়ছেন, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখেন। এছাড়াও অধিকাংশ চালক স্বাভাবিকভাবে মোটরসাইকেল চালায়। তবে আগে যাওয়ার প্রবণতা কারোই কমেনি।
গণপরিবহনগুলো সড়কের মাঝে দাঁড়িয়ে থেকেই যাত্রী ওঠা-নামানো করছে। বাস চালকরা কে কার আগে যাবে সেই প্রতিযোগিতায় মেতে তাকে। সড়কে চলাচলকারী যাত্রী পথচারীসহ যানবাহন চালকদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই সড়কে যানজট নিরসন করা সম্ভব।
এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়— ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সোম ও মঙ্গলবার নির্দেশনায় ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সূচি নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।
কালের আলো/ডিএস/এমএম