প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রশিক্ষণার্থীরা

প্রকাশিতঃ 8:21 pm | August 17, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারী বিশ্বের ১৭টি দেশের ৩০ জন বিদেশিসহ সর্বমোট ৮৮ জন প্রশিক্ষণার্থী অফিসার।

বুধবার (১৭ আগস্ট) ঢাকার শেরে বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। পরিদর্শনে এনডিসি-র উর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন বলেও জানায় আইএসপিআর।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো: হাসবিুল আলম সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এছাড়া পরিদর্শনকারী কর্মকর্তাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় প্রশিক্ষণার্থী অফিসাররা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ও কর্মকান্ডের প্রশংসা করেন।

পরিদর্শনের সশয় অন্যান্যের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email