এক বছর ডিম না খেলে মানুষ মরবে না: ওমর সানি
প্রকাশিতঃ 5:33 pm | August 16, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ঢাকায় ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি ৪০ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠেছে। দেশে এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। হঠাৎ এই দাম বৃদ্ধি নিয়ে বিরক্ত ও নাজেহাল সাধারণ মানুষ।
এবার ডিম ইস্যুতে সরব হলেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক ওমর সানী। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ১ দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে, চলেন তাই করি।
বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান জানান দেন ওমর সানী। দ্রব্য বৃদ্ধি বা সামাজিক নানা সমস্যা নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। ওমর সানী বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত। বেশির ভাগ সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দেন তিনি। এ ছাড়া চলচ্চিত্রে নানা অনুষ্ঠান, অভিনয় ও সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন এই অভিনেতা।
কালের আলো/এমএইচ/এসবি