ময়মনসিংহে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিতঃ 10:17 pm | August 10, 2022

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে ট্রাকের হেলপার আসাদ মিয়া(১৮) হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- নয়ন মিয়া, আশরাফুল ইসলাম ও রাজাক মেম্বার।

বুধবার (৯ আগষ্ট) সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামিদের ময়মনসিংহের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার (ওসি) শাহ কামাল আকন্দ।

এর আগে সোমবার (৭ আগষ্ট) রাতে সদর উপজেলার চুড়খাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকার নদীর পাড়ে আসাদ মিয়াকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয়।

এ ঘটনার মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

কোতয়ালি মডেল থানার (ওসি) শাহ কামাল আকন্দ জানান, চুড়খাই এলাকার পাড়াইল গ্রামের বালুর ট্রাকের হেলপার আসাদ মিয়ার সাথে প্রায় দুই মাস আগে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে আসামি নয়ন মিয়ার। ওই ঘটনার জের ধরে স্থানীয় মোতালেবের ছেলে আশরাফুল ইসলাম আসাদ মিয়াকে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে অজ্ঞত আসামিদের সহযোগীতায় খুন করে।

এ ঘটনায় বুধবার (৯ আগষ্ট) নিহতের ভাই বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

কালের আলো/এসবি/এমএম