প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলে ৫০ লাখ টাকার অনুদান দিলো কমিউনিটি ব্যাংক

প্রকাশিতঃ 6:35 pm | July 31, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

রোববার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তার কার্যালয়ে অনুদানের এই চেক তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান জানান, ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় এই অনুদান দেওয়া হয়।

কালের আলো/বিএস/এআই