ভারতে যুদ্ধবিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

প্রকাশিতঃ 4:37 pm | July 29, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাত নয়টা নাগাদ রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে।খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানান, আইএএফ-এর একটি মিগ-২১ প্রশিক্ষন বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল। রাত ৯টা ১০ মিনিট নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই পাইলট মারা যান। ভারতীয় বিমানবাহিনী প্রাণহানির জন্য গভীরভাবে অনুতপ্ত এবং দৃঢ়ভাবে শোকাহত পরিবারের সঙ্গে আছে।

এতে আরও বলা হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানবাহিনী প্রধান ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।

টুইটারে রাজনাথ সিং বলেন, রাজস্থানের বারমেরের কাছে আইএএফ-এর মিগ-২১ প্রশিক্ষন বিমানের দুর্ঘটনার কারণে দুই বিমানযোদ্ধার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। জাতির জন্য তাদের সেবা কখনো ভোলার নয়।

এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি।

কালের আলো/এমএইচ/এসবি